জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলার সদস্যাদের উপরে পঞ্চায়েত সমিতির অফিসে গৃহে অতর্কিত ভাবে আক্রমন করে। কারণ তৃণমূলের ৯ জন প্রতিনিধি এলাকার উন্নয়নের স্বার্থে BDO এর সঙ্গে দেখা করতে গেলে বিজেপির পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাদখের সামী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের দেখে কটুক্তি করে এবং তার প্রতিবাদ করতে গিয়ে আক্রমনের শিকার হয়।তারপর আক্রান্ত তৃণমুলের সদস্যরা বেরিয়ে এসে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ ৯ সদস্য সদস্যা বিক্ষোভ দেখায়।
অভিযোগ- রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা যেমন রাজ্যের পশুপালন ও কৃষি, মৎস্য সহ একাধিক পরিষেবার বন্টন নিয়ে আলোচনা করতে গিয়ে আজ আক্রমনের শিকার এর প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। তবে বিজপি এই অভিযোগ অস্বীকার করেছে।
0 মন্তব্যসমূহ