জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:বেআইনিভাবে পুকুর থেকে মাটি তুলে পাচারের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল নেতা ও গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের আলংগিরি বটতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বটতলায় খাসের জায়গায় বেআইনিভাবে মাটি খুঁড়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দা তথা জেড়থান গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল বেরাকে প্রাণ নাসের হুমকি দেয় বলে অভিযোগ। শান্তশীল বেরার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের কয়েক জন নেতার মদতে ও কোন রুপ সরকারি রয়েলটি না দিয়েই বেআইনিভাবে মাটি পাচার করা হচ্ছে বলে অভিযোগ। তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতারা কোন প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ