জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় ধ*র্ষণের ঘটনায় দোষী ব্যাক্তিদের কঠোর শাস্তির দাবিতে এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।
এই প্রতিবাদ মিছিল নিউ দীঘা শনি মন্দির থেকে শুরু হয় গোটা সৈকত শহর পরিক্রমা করে।
এ মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার,পদিমা ১ অঞ্চলের প্রধান অশোক চন্দ, পার্থসখা জানা, সুশান্ত পাত্র প্রমুখ।
0 মন্তব্যসমূহ