Header Ads Widget

ERTERTERT

রাজনীতির সাফল্যের পাশাপাশি কার রেসার সাফল্যেও চ্যাম্পিয়ন হলদিয়ার সেক আজগার আলী (পল্টু), পুরস্কৃত হলেন চেন্নাই থেকে

 

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পূর্ব মেদিনীপুর জেলা থেকে এর আগেও অনান্য রাজ্য তথা দেশ বিদেশ থেকেও বহু পুরস্কার এ পুরস্কৃত হয়েছেন বহু মানুষ।এবার হলদিয়ার সেক আজগার আলী কার রেসিং(FMSCI ) রাজ্য ছাড়িয়ে চেন্নাই থেকে পুরস্কার পেলেন।

   


উল্লেখ্য ২০২৩ বর্ষের কার রেসিং চ্যাম্পিয়ন ফেডারেশন অফ মোটরস স্পোর্টস ক্লাব(FMSCI) অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্য‌ওয়াড আজ চেন্নাই এ ঘোষণা হল। সেখানে চ্যাম্পিয়ন শিরোপা পেলেন হলদিয়ার সেক আজগার আলী(পল্টু)। এর আগেও আসগর বাবু  ২০১৬ ও ২০২১ সালেও একি পুরুস্কারের পুরষ্কৃত হয়েছেন। এই নিয়ে তিনবার আসগর আলি পুরস্কৃত হলেন।তবে তার আর এক পরিচয় হল তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক  তৃনমূল দলের যুব সভাপতি।দল এর কর্মসূচি পরিচালনা এর পাশাপাশি তার এই প্রতিভা তিনি ফুটিয়ে তুলেছেন দেশের কাছে।

    সেক আজগার আলী জেলা তথা রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন, তৃতীয় বারের জন্য এই পুরস্কার পেয়ে তিনি খুব খুশি। তিনি বেশি খুশি হয়েছেন এই কারণে যে পূর্ব মেদিনীপুর জেলার নাম তিনি দেশের দরবারে স্থাপন করতে পেরেছেন।

   


তিনি জানান অনেক মেহনত, পরিশ্রম ও মনোযোগ এর প্রয়োজন হয় এই সাফল্য অর্জন এর জন্য।তিনি জানান,দেশের মোটর সংস্থা এফ এম এস সি আই বিরাট একটি অর্গানাইজেশন এর পক্ষ থেকে আয়োজিত এত বড় সম্মান পাওয়ার জন্য তিনি খুবই গর্বিত।পরবর্তী সময়েও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এর মাধ্যমে তিনি এই সাফল্যের ধারা বজায় রাখবেন বলে তিনি আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ