জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ হলদিয়া: উজবেকিস্তানে তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে হলদিয়ার এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম সাইফুদ্দিন মাইতি(২৯)। তাঁর বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত রাজনগর গ্রামে। তাঁর স্ত্রী ও একটি দুই বছরের শিশু সন্তান রয়েছে। তিন ভাইবোনের মধ্যে সাইফুদ্দিন পরিবারের মেজ ছেলে।
সাইফুদ্দিন ও তাঁর এক প্রতিবেশী বন্ধু একসঙ্গে উজবেকিস্তানে কাজে গিয়েছিলেন মাস চারেক আগে। ওই বন্ধুটি বরাত জোরে বেঁচে গেলেও সাইফুদ্দিনের মৃত্যুর খবর আসার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্লাস টুয়েলভ পাশের পর ফিটার ট্রেনিং নিয়েছিলেন ওই যুবক। বাগনানের এক এজেন্টের সঙ্গে উজবেকিস্তানে কাজে গিয়েছিলেন। এন্টার ইঞ্জিনিয়ারিং নামেহ্যা একটি ভারতীয় সংস্থার অধীনে তিনি কাজ করছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ উজবেকিস্তানের তাসখন্দ রিজিয়নের ওলমালায়েক নামে একটি জায়গায় প্রবল তুষার ঝড়ে কয়েকটি টিনের সেড ভেঙে পড়ে। ওই এলাকায় কাজে গিয়েছিলেন হলদিয়ার শিবরামনগর গ্রামের পরিমল পট্টনায়েক নামে এক যুবক। তিনি এদিন হোয়াটসঅ্যাপ কলে জানান, "দুর্ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না। সাইফুদ্দিনরা কাজে গিয়েছিল। ওরা স্টোর রুমে হাজিরা দিতে গিয়েছিল। সেইসময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১২জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।"
0 মন্তব্যসমূহ