Header Ads Widget

ERTERTERT

ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো কোলাঘাটের ছোট্ট আরাধ্যার

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: এ যেনো ছোট্ট আরাধ্যার অসাধারণ একটি বড় কাজ। সাধারণ থেকে এ যেন অসাধারণ হয়ে ওঠার কাহিনী। কোলাঘাট থেকে দেশ জয়ের কাহিনী।কোলাঘাটের  আরাধ্যার 1 বছর 10 মাসে বিভিন্ন ধরণের এক ঝাঁক সাফল্য অর্জন করেছে।

17টা কবিতা বলতে পারে।18টা মানব দেহের অঙ্গের নাম। ইংরেজি তে A-Zবলতে পারে।1-10 বাংলা ও ইংরেজি তে বলতে পারে।কি শুনে অবাক হচ্ছে।হওয়াটাই স্বাভাবিক। এত কম বয়সে এত দুরন্ত প্রতিভা অবাক করেছে সকলকে।


আরাধ্যার পন্ডিতের বাড়ি পাঁশকুড়া থানার বলিস্বর গ্রামে। বাবা সোমনাথ পন্ডিত বিদ্যালয়ের শিক্ষক, অন্যদিকে মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া হসপিটালের নার্স। বাবা মার অসাধারণ প্রশিক্ষণে অসাধারণ হয়ে উঠেছে ছোট্ট আরাধ্যা।



প্রতিভা শুধু এখানেই থেমে নেই রয়েছে আরো।এই কম বয়সে ছোট্ট আরাধ্যা

18টা সবজি চিনতে পারে।40 বাড়ির জিনিস চিনতে পারে।6পশুর ডাক করতে পারে।18টা পশু চিনতে পারে। ঠিকানা ওবাড়ির লোকের নাম বলতে পারে 33 সেকেন্ডে।অ-ই বলতে পারে।

কোলাঘাটের ক্ষুদে আরাধ্যার নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডে।


এই সাফল্যে আরাধ্যার পরিবার সহ খুশি  জেলাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ