জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ বর্তমান সময়ে নেতারা চার চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না। তাই নেতাদের বলবো চার চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন। রবিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ২য় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও মানসবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে খুব্দ।দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা বা নজদারি বাড়ানোর নির্দেশ দেন। এদিন মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, বিধায়ক তিলককুমার চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতিময় কর, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র, শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা।
এদিন মানসবাবু বলেন, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীরা যতই চেস্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবে না।কেন্দ্রীয় বঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তাতে করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাদের লড়াই করতে হবে।
0 মন্তব্যসমূহ