জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:খু*ন অবস্থায় বাবা পড়ে রয়েছে , মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে এমনিই ঘটনা সাক্ষী থাকল মেয়ে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর ঘটনা।
পরীক্ষা দিতে যাওয়ার সময় বাবা জীবিত ছিলেন, কিন্তু বাড়ি ফিরে বাবাকে এই অবস্থায় দেখতে হবে ভাবেনি মেয়ে রিয়া।
মৃত বাবার নাম তপন দে,বয়স ৫৫ বছর।তবে এই ঘটনায় রতন সরকার নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।
অন্যদিকে পাপ্পু নামক এক ছেলে রাতেই বাবার মুখাগ্নি করে সকালে দিতে গিয়েছেন পরীক্ষা। তিনি জানান, তিনি জানান আমায় নিয়ে বাবার অনেক সপ্ন ছিল, কিন্তু তা পূরণ হওয়ার আগেই বাবা চলে গেলেন।
উল্লেখ্য রায়গঞ্জ এর তপন বাবু চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। পারিবারিক সমস্যার কারণে তার স্ত্রী বাইরে থাকতেন, মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার পর এই ঘটনা ঘটিয়েছে রতন সরকার নামে ওই ব্যক্তি।
উল্লেখ্য পাওনা টাকা নিয়ে বিবাদ এর জেরেই এই খু্ন বলে অনুমান। মেয়ে জানিয়েছেন,বাবা অনেক এর কাছে টাকা পেতেন,বাবা তাদের টাকা চাইলেই বাবাকে তারা হুমকি দিত।এই কারণে বাবাকে তারা খুন করেছে।
পুলিশ ওই বাড়িটিকে সিল করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে পাপ্পু এর বাবার দেহ ময়না তদন্তের পর মুখাগ্নি সম্পন্ন হয়েছে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বলে খবর। এই দুটো ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে
0 মন্তব্যসমূহ