জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ এবার গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও দেওয়া হবে পঞ্চায়েতের পাঠ। এই মর্মে পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে।
পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, আগামীকাল ৫ থেকে ১০ই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। জেলার ১৩৮টি মহিলা প্রধানসহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
আর এই নয়া নির্দেশিকা জারি হতেই তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি।
বিজেপির জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের অভিযোগ, এই ব্যাবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত করার কি মানে হয়। যেখানে রাষ্ট্রপতি থেকে বহু মহিলা পদাধিকারী তারা বড় বড় পদ সামলাচ্ছেন ।সেখানে মহিলা প্রধানদের প্রশিক্ষনের পাশাপাশি তাদের স্বামীদেরও প্রশিক্ষন নেওয়া যা কনোভাবেই কাম্য নয়।মহিলা প্রধানদের মনোবল ভেঙে দেওয়া।জেলার একাধিক বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বিষয়টি বিরোধীতা করেছেন।
এমনকি শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ গ্রামপঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান করুনা শী তিনি বলেন,আমার স্বামী নেই,তাহলে আমি কি ডাবে প্রশিক্ষন নেবো।
পালটা জবাব দিয়েছে তৃণমূল।মহিলা গ্রামপঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ্য হলো, মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরী করে দেওয়া, এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস।
0 মন্তব্যসমূহ