Header Ads Widget

ERTERTERT

উত্তপ্ত ময়নার বাকচা কে শান্ত রাখতে পুলিশের রুটমার্চ

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : পঞ্চায়েত ভোটের পরে কিছুটা হলেও শান্ত ছিলো ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। ময়নার বাকচায় গত দুদিন আগে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পুলিশ বাহিনী ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। সন্ত্রাস কবলিত ময়নার বাকচা খবরের শিরোনামে উঠে এসেছে ।পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা এলাকার নাম। বিভিন্ন সময়ের রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকতো। পঞ্চায়েত ভোটের পর থেকে কিছুটা হলেও শান্ত পরিবেশ ছিল বাকচা এলাকা তারই মধ্যে গত শনিবার পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার বাকচাতে আহত হয় ময়না থানার পুলিশ শনিবার রাত নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাকচাগ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোল ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে জানা গিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ, ডাবের খোলা, ইঁট দিয়ে আক্রমণ করে, আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় আহত পুলিশ‌ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তবে কি কারণে এই ঘটনা তা এখন পর্যন্ত জানা যায়নি। রাতের অন্ধকারে  পুলিশের গাড়িতে আক্রমণ ।তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা তদন্তে ময়না থানার পুলিশ। এই নিয়ে ময়না থানার পুলিশ চার জনের নামে মামলা করেছে । আজ বিকেল নাগাদ তমলুকের এসডিপিও আফজল আবরারের নেতৃত্বে ও ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্তের তত্ত্বাবধানে বাকচা গ্রাম পঞ্চায়েতের কোন মাথা বাজার থেকে খিদিরপুর মোড় পর্যন্ত ময়না থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুটমার্চ করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ