জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পূর্ব মেদিনীপুর জেলারাজনৈতিক মহলে চর্চার জেলা। সামনেই লোকসভা নির্বাচন কে ঘিরে আবারো পুলিশের নানা পদে রদবদল ঘটালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার।
নন্দকুমার থানার ওসি হলেন অমিত দেব, অনুস্কা মাইতি কে কোলাঘাট থানার ওসি থেকে বদলি করে হলদিয়া টাউনশিপ থানার আই সি করা হল, কোলাঘাট থানার ওসি হলেন সৌরভ চিন্না,যিনি নন্দকুমার থানায় কর্মরত ছিলেন।
কোলাঘাট থানার পি এস হলেন সুশান্ত পাল, অর্কদীপ হালদার কে হলদিয়া থানার পি এস করা হল, যিনি নয়াচর কোস্টাল থানায় কর্মরত ছিলেন।।
রাজকুমার মান্না কোলাঘাট থানার পুলিশ হিসেবে নন্দকুমার থানা থেকে বদলি হয়ে এলেন। তড়িৎ মন্ডল তমলুক থানা থেকে নন্দীগ্রাম থানায় বদলি হলেন, রনজিত মান্না কোলাঘাট থেকে নন্দকুমার থানায় বদলি হলেন,রুমা মাইতি সিনহা মারিশদা থানায় যোগদান করলেন ও শ্যামল ঘড়া তমলুক থানার টি জি পদে এলেন।
0 মন্তব্যসমূহ