জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: ঘুড়ি দিয়ে তৈরি সরস্বতী পুজোর মন্ডপ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ' মামুদপুর গোবিন্দ স্মৃতি শিক্ষা নিকেতন' উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে।
এবারে মন্ডপের ভাবনা 'ঘুড়ি(মুক্তবিহঙ্গ)'। প্রতিবছরই নানাবিধ থিম কে কেন্দ্র করে বর্ণাঢ্য আলোকমালায় সেজে ওঠে এই স্কুলের পুজোর মন্ডপ। সেই মতো এই বছরেও সাজ সাজ রব উঠেছে সমগ্র বিদ্যালয়ে জুড়ে।
গত বছর পুজোর থিম প্রতিমা,মণ্ডপ ভাবনা ও মন্ডপ সজ্জা দুটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক জেলার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানের শিরোপা অর্জন করেছিল। চলতি শিক্ষা বর্ষে সরস্বতী পূজার পরবর্তী দিনগুলিতে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা থাকায় সরস্বতী পূজা কেন্দ্রিক
সাংস্কৃতিক অনুষ্ঠানটি আগামী ৩ রা ,৪ঠা ও ৫ই মার্চ ২০২৪ বিদ্যালয়ের প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। নিত্য, সংগীত ,আবৃত্তি ,মূকাভিনয়,নাটক জিমন্যাস্টিক, 3Dশো, হস্তশিল্প প্রদর্শনী, আবৃত্তি এবং আরও অনেক কিছু বর্ণাঢ্য অনুষ্ঠানে সাজানো হয়েছে এই বৎসরের অনুষ্ঠানের ডালি। পুজো ও উৎসবের আনন্দমুখর দিনগুলিতে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ জানিয়েছেন।।
0 মন্তব্যসমূহ