Header Ads Widget

ERTERTERT

সরস্বতী পূজো ও ভ্যালেন্টাইন ডে একি দিনে পড়ায় গোলাপ ফুলের দাম ঊর্ধ্বমুখী


জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ ফুল চাষিদের মুখে হাঁসি।  ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর  রাজ্যের মধ্যে অগ্রগন্য।এই জেলায় একাধিক রকমের ফুল উৎপাদন হয়ে থাকে।

গোলাপ,গাঁদা,চন্দ্রমল্লিকা,গ্ল্যাডিওলাস,বেল,জুঁই,অ্যাস্টার,রজনীগন্ধা,মুরগাইসহ একাধিক প্রজাতির ফুল উৎপাদন হয়ে থাকে।তবে গোলাপ ফুলের চাষ পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া,কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকে ব্যপক হারে চাষ হয়ে থাকে।গোলাপের মধ্যে মিনিপল,ইটালিয়ান,ম্যাটগোট প্রজাতির ফুলের চাষ হয়ে থাকে।তবে মিনিপল প্রজাতির চাষ জেলায় ব্যপক হারে হয় এবং কৃষক বন্ধুরা বানিজ্যিকভাবে এই ফুলের চাষ করে থাকেন।পাশাপাশি ম্যাটগোট ও ইটালিয়ান গোলাপ চাষ হয় এই জেলায়।এজেলার ফুল প্রতিদিনই পাড়ি দেয় ভিন রাজ্য এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল,ভূটানের বাজারে।


তবে পূর্ব মেদিনীপুর জেলার গোলাপ চাষিরা মূলত পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক এলাকার কৃষকেরা বছর দুই- তিনেক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।কৃষক ও স্থানীয় কৃষি আধিকারিকেরা বহু চেষ্টা করেও গোলাপ গাছ যে পাতা ও ডগ শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার সঠিক কি কারন তা নির্ধারন ও নিয়ন্ত্রন করতে না পারায় চরম ক্ষতির শিকার হচ্ছিলেন।ভাইরাসঘটিত সমস্যার কারনে প্রথমে পাতা শুকিয়ে যাওয়া পরে গোলাপের ডাল শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ায় বিঘার পর বিঘার গোলাপ গাছ তুলে ফেলে দিতে বাধ্য হয়েছেন গোলাপচাষিরা।যার ফলে বহু গোলাপ চাষি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন।তবে এবছর আবহাওয়া চাষের অনুকূল হওয়ায় গোলাপ চাষিরা লাভের মুখ দেখছেন,এমনটাই জানান পাঁশকুড়ার গোলাপ চাষিরা।সম্প্রতি মিনিপল গোলাপ মল্লিকঘাট কিংবা কোলাঘাট ফুলবাজারে ৭০০ থেকে ৯০০ টাকা ১০০ গোলাপের দাম পেয়েছেন।ডিসেম্বর থেকে জানুয়ারী মাস পর্যন্ত গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা ১০০ গোলাপের দাম পাচ্ছেন।একককায় ভালো মূল্য পাচ্ছেন গোলাপ চাষিরা।সামনেই আছে ১৪ ই ফেব্রুয়ারী স্বরস্বতি পূজা ও প্রেম দিবস।এইসময়ে গোলাপের বাজার আরো বাড়ে।মিনিপল বা ম্যাটগোট গোলাপ প্রতি পিশ ৫ থেকে ৭ টাকা দরে পাবেন বলে মনে করছেন।পাশাপাশি ডাচ গোলাপের সর্বাধিক দাম থাকে বাজারে।১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত ফুলের কোয়ালিটি অনুযায়ী দাম পান ফুল চাষি থেকে ব্যবসায়ীরা।তবে ডাচ গোলাপ এ জেলা বা রাজ্যে খুম কম চাষ হয়।বেশিরভাগ ডাচ গোলাপ আমদানী করতে হয় ব্যাঙ্গালুরু সহ ভিন রাজ্য থেকে।


মোটের ওপর গোলাপ চাষিরা এই সময়ে ফুলের দাম পেয়ে থাকেন।পূর্ব মেদিনীপুর জেলায় গত কয়েক বছর গোলাপের যে ক্ষতির সম্মুখীনের মধ্যে পড়ে কৃষকেরা, তা এবছর আবহাওয়া গোলাপ চাষের অনুকূল হওয়ায় ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখছেন।তবে ভ্যালেন্টাইন ডে' ও স্বরাস্বতি পূজার আগে ৭ ই ফেব্রুয়ারী রোজ ডে বা গোলাপ দিবসেও গোলাপ উপহার দেওয়ার প্রবনতা বাড়ায় বাজারে গোলাপের দাম বেশ চড়া ছিলো।মূলত মিনিপল গোলাপের পাশাপাশি ডাচ গোলাপেরও ব্যপক চাহিদা লক্ষ্য করা যায়।ফলে গোলাপ চাষি থেকে ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ