জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ পটাশপুর স্কুলে ম*দ্য*প অবস্থায় ছাত্র ছাত্রীদের বেধড়ক মা*র*ধ*রে*র অভিযোগ উঠলো এক শিক্ষকের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শ্রেণীকক্ষে শুয়ে থাকলো ওই শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পটাশপুরের ভূবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যেই এভাবেই ম*দ্য*প অবস্থায় স্কুলে আসতেন বলে দাবী অভিভাবকদের। নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করায় জিতেন্দ্র এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সকালে অভিযুক্ত শিক্ষক ম*দ্য*প অবস্থায় টলমল পায়ে স্কুলে আসেন। ক্লাস নেওয়ার সময় শ্রেনী কক্ষের মধ্যে তিন চারজন ছাত্র ছাত্রীকে বেধড়ক মা*র*ধ*র করেন বলে দাবী অভিভাবকদের। অসুস্থ হয়ে স্কুলের মধ্যে বমি করতে করতে মাটিতে শুয়ে পড়েন ওই শিক্ষক।
ঘটনার খবর পেয়ে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুল এসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবীতে অনান্য শিক্ষকদের আটকে রাখেন। পটাশপুর থানার পুলিশ গিয়ে আহত শিক্ষক সহ আটক শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার অমর্ষি উত্তর চক্রের স্কুল পরিদর্শক স্কুলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। গোটা ঘটনা জেলা প্রাথমিক স্কুল পরিদর্শককে জানানো হয়।
0 মন্তব্যসমূহ