শনিবার MGNREGA ধরনা থেকে বঙ্গ-বিরোধী বিজেপির নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজ্য সরকার ২১ লক্ষ ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে, যাদের মজুরি গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মজুরি পাঠিয়ে দেওয়া হবে।" বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দু দিনের ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বেলা পৌনে একটা নাগাদ রেড রোডে পৌঁছে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে ধর্নায় বসেন তিনি। কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের প্রাপ্য টাকা না মেটায়, তাহলে তিনি ধর্নায় বসবেন বলে কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
তার জন্য ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে পঞ্চায়েত নির্বাচনের আগেও একই ভাবে সরব হয়েছিল তৃণমূল। এবার লোকসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটিকেই যে ফের তৃণমূলনেত্রী অস্ত্র করতে চলেছেন, তা পরিষ্কার।
গত বছর ২৯ এবং ৩০ মার্চ প্রথমবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা। এর পর এই আন্দোলনের রাশ অনেকটাই চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। গত বছর ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দিল্লিতে রাজঘাট, যন্তরমন্তর এবং কৃষি ভবনে বিক্ষোভ দেখান অভিষেক। এর পর কলকাতায় ফিরে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাজ ভবনের সামনে ধর্না দেন অভিষেক।
এর পর গত ২০ ডিসেম্বর দলের সাংসদদের নিয়ে রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও অবশ্য সমস্যার সমাধান হয়নি।
শনিবার MGNREGA ধরনা থেকে বঙ্গ-বিরোধী বিজেপির নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "রাজ্য সরকার ২১ লক্ষ ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে, যাদের মজুরি গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের মজুরি পাঠিয়ে দেওয়া হবে।"
0 মন্তব্যসমূহ