জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আট নম্বর দাসপাড়া এলাকাতে এক মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির পরপর তিন দিন ধরা পড়লো শংকর মাছ। গত পরশু ওই মৎস্যজীবী দের জালে ২১ কেজির সংকর মাছ এরপর গতকাল ওই মৎস্যজীবীর জালে প্রায় 30 কেজি ওজনের শংকর মাছ আজ ওই মৎস্যজীর জালে প্রায় এক কুইন্টাল ওজনের একটি শংকর মাছ যা দেখে চক্ষু চরকগাছ এলাকার মানুষের।
আজ সকালে মুড়িগঙ্গা নদীতে সুধাংশু পুর্কায়েত নামে এক মৎস্যজীবী তার পরিবারের সঙ্গে মৎস্য স্বীকার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিকালে ওই মৎস্যজীবীর জলে হঠাৎই একটি শংকর মাঝে ঢুকে পড়ে তখন ওই ব্যক্তি বুঝতে পারেনি যে শংকর মাছ ঢুকেছে বলে পরে যখন ডাঙায় জালটাকে নিয়ে আসে তখনই দেখতে পায় বিশাল আকৃতির শংকর মাছ।
তবে ওই মৎস্যজীবী এর কাছ থেকে জানা গেছে পরপর তিনদিন শংকর মাছ পেয়েছে ওই ব্যক্তি মুড়িগঙ্গা নদীতে তবে ওই ব্যক্তি জানান নিশ্চিন্তপুর মৎস মার্কেটে এই মাছ টিকে বিক্রয় করা হবে।
0 মন্তব্যসমূহ