জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:রূপনারায়ণ নদীতে নৌকাডুবি। উদ্ধার কার্যে NDRF টিম।এক জনের মৃতদেহ উদ্ধার। নিখোঁজ এখনো চার জন পর্যটক।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দুধকামরা গ্রামে রূপনারায়ণ নদীর ধারে ত্রিবেণী পার্কে পিকনিক করতে এসে রূপনারায়ণ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এখনো চার জন। বেশ কয়েকঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মিলল না নিখোঁজ পর্যটক ব্যাক্তিদের খোঁজ।
৮ ফেব্রুয়ারি হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান থেকে ১৩ জন এসেছিলেন। আর মানকুরের পাঁচজন ছিলেন। হাওড়া জেলা থেকে নৌকায় করে রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ত্রিবেদী পার্কে পিকনিক করতে এসেছিলেন। পিকনিক সেরে বাড়ি ফেরার পথে রূপনারায়ণ নদীর । মাঝ নদীতে নৌকাডুবি আর যার ফলে নৌকায় থাকা যাত্রীরা নদীতে পড়ে যান। অপর একটি বোট বেশ কিছু যাত্রীকে এসে উদ্ধার করে, তবে এখনো পর্যন্ত নিখোঁজ চার জন বলে জানা যাচ্ছে। গতকাল গভীর রাত থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীরা বেশ কয়েকটি স্পিড বোর্ড চিরুনি তল্লাশি শুরু করে, সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার পুলিশ। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ক্রমেই উদ্বেগ বাড়ছে এলাকায়। দুজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো চলছে তল্লাশি।নদীর পাড়ে নিখোঁজ পরিবারের উদ্বিগ্ন মানুষ
0 মন্তব্যসমূহ