জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:দিল্লী থেকে ফিরে সাংসদ অভিনেতা দেব কি বললেন- আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবোই বা কেন? আমি দলের কাছে এমন কি চেয়েছি যা আমাকে দল না বলেছে আর অন্য দল হ্যাঁ বলেছে। আমার সাথে কারো কোন কথা হয়নি।আমি কেন রিজাইন করবো?তোমরা যে রাজনীতির কথা বলছ আমি গত ১০ বছরে সেই রাজনীতি করিনি । আমি যে রাজনীতি বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভাল রাখা।আমি মানুষকে বাঁচিয়ে রাখা ভালো রাখা বিশ্বাস কর, আমি তাই করেছি। আমার মনে হয়না মানুষের ভালো কাজ করার জন্য কোন পদ লাগে।
যদি বলি ২০২৪ এর লোকসভা নির্বাচ, তাহলে সেটা পুরোপুরি দিদির উপর নির্ভর।আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে নতুন করে কথা বলার কিছু নেই। এটা আমার লাস্ট ছিল আমি সত্যিই জানিনা ২০২৪-এ কি হবে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না, সেটা নিয়ে একটা প্রশ্ন আছ? ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে। আমার মাথায় চলছে, এবারে হয়তো আমি নাও দাঁড়াতে পারি। আমার সাথে সবার সম্পর্ক খুব ভাল। দিদির সাথে আমার অদ্ভুত একটা সম্পর্ক। দিদির সাথে এই নিয়ে আলোচনা হয়েছ আবার হবেও। এখন নির্ভর করছে দিদি কি চাইছ। আমি দিদিকে সত্যিই ভালোবাসি শ্রদ্ধা কর। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।
0 মন্তব্যসমূহ