Header Ads Widget

ERTERTERT

সন্দেশখালির মা বোনেরা ঝাঁটা হাতে বুঝিয়ে দিয়েছে বললেন শিশির অধিকারী

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ঘোল বাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক শিশির অধিকারী।উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সেকি সরকার আমি জানিনা। আমি ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে তৃণ ধারণ করে ভুল স্বীকার করে বলছি, অনেকদিন সঙ্গ দিয়েছিলাম কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি।


 যে ব্রাহ্মণের চাল কলা পাঁশিক্কা পয়সা সম্বল ছিল, তাদের আজকে হাজার হাজার কোটি টাকা। তাদের বাথরুমে একটা হেলিকপ্টার পায়খানা করতে গেলেও হেলিকপ্টার। আমরা স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোক, আমরা ঋষি অরবিন্দে বিশ্বাসী। কান মুড়ে চাকরি দিয়ে শিক্ষা মন্ত্রী জেলে, আজকে মা লক্ষ্মী দেখছে, রেশন চুরি কোটি কোটি টাকার চুরি। তাই আমি তৃণ ধারণ করে ভুল স্বীকার করছি।



এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এবারের লড়াইটায় তিনি মোদির হয়েই লড়বেন। ৪২ এ ৪২ মোদি। সন্দেশখালীর মা-বোনেরা বুঝিয়ে দিয়েছে ঝাঁটা হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ