জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ সামনেই লোকসভা নির্বাচন।আর তার আগেই রাজ্যের সমস্ত জেলা পরিদর্শনে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী গড়ে এই সভাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
উল্লেখ্য আগামী ৪ ঠা মার্চ বেলা ১১ টায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।, তমলুলের নিমতৌড়ি জেলাশাসকের প্রশাসনিক ভবনের পাশেই এই সভা অনুষ্ঠিত হবে।
এদিন এই সভা থেকে রাজ্য সরকারের নানা জনমুখী সামাজিক প্রকল্প এর সূচনা ও শিলান্যাস হবে। এদিন উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী সরাসরি নানা প্রকল্প এর সুবিধা তুলে দেবেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর কৃষক বন্ধু, বার্ধক্য ও মানবিক ভাতা, সামাজিক সুরক্ষা যোজনা,জয় জোহার, স্কলারশিপ , সবুজ সাথী, মানবিক ভাতা, মৎস্য কেডিট কার্ড , লক্ষী ভান্ডার সহ একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন।
জানা গিয়েছে,এই সভাকে ঘিরে জেলা তৃনমূল শিবিরে তৎপরতা তুঙ্গে ।এই সভার জন্য নিমতৌড়ি পুলিশ লাইনে মাঠে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে ।
তাই দফায় দফায় মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলাশাসক তানভীর আফজল, পুলিশ সুপার সৌম্যাদিপ ভট্টাচার্য্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ তৃনমূল নেতারা। ৪ ঠা মার্চ এই সভায় জেলার প্রতিটি বুথ থেকে কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
এদিন এর সভায় জেলার সমস্ত মন্ত্রী, বিধায়ক দের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই সভা ঘিরে চরম উন্মাদনা জেলা জুড়ে।
মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে জেলা তৃনমূল নেতা কর্মীরা। এছাড়াও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে এই সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা রাখা হয়েছে। তাই প্রত্যেকদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করছেন জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের অধিকারিক গণ।
0 মন্তব্যসমূহ