Header Ads Widget

ERTERTERT

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নন্দীগ্রামে সমবায় সমিতির আজ ভোট প্রক্রিয়া পুলিশ বন্ধ করে দেওয়ায় ব্যাপক উত্তেজনা পথ অবরোধ বিক্ষোভ। শাসকদলের যোগসাজসে পুলিশ প্রটেকশন দিতে পারবে না বলে আজ ভোট বন্ধ করে দিল পুলিশ এমন অভিযোগে বিক্ষোভ

 



জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: মহামান্য হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে প্রিয়ানগরী সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচন আজ থাকলেও নন্দীগ্রাম থানার আই-সি পুলিশ প্রটেকশন দিতে পারবেন না বলে জানানোয় ভোট বন্ধ হয়ে যায়।যানিয়ে তুমুল উত্তেজনা এলাকায়।


 হাইকোর্টের নির্দেশকেও অমান্য করছে পুলিশ, ভোটের মুখে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে জেনে শাসক দল পিছিয়ে পড়বে, তাই পুলিশ শাসকদলের মধ্যতে পরিকল্পিতভাবে এমনটা করল।


 অভিযোগ বিজেপির। এই সমবায় সমিতির মোট বারটি আসন। তৃণমূল সিপিআইএম পৃথকভাবে বারটি আসনে প্রার্থী দিয়েছে, এখানে তৃণমূলের সাথে সিপিআইএমের নেপথ্যে জোক সাজস রয়েছে বলে অভিযোগ। বারোটির বারোটিতেই বিজেপি এককভাবে প্রার্থী দিয়েছে। জয় অবশ্যম্ভবিক এটা জেনে বুঝে এমনটা করছে প্রশাসন। যদিও সিপিআইএম তৃণমূলের সাথে যোগ সাজসের কথা উড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে এখানে শাসকদলের বিরুদ্ধে ওঠা অধিযোগ ভিত্তিহীন।


নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডল জানালেন দোলের কারণে আগে থেকে ফোরস্ নিযুক্ত করা হয়ে গেছে। তাছাড়া ওই জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফোর্স না থাকায় আজ ভোট প্রক্রিয়ায় পুলিশ দিতে পারবে না বলে চিঠি দিয়ে সমবায় দপ্তরকে জানিয়েছে  পুলিশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ