Header Ads Widget

ERTERTERT

কয়েকদিন এর ব্যবধানে আবারো কোলাঘাট থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

 



জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:কোলাঘাট থেকে আবারো উদ্ধার কয়েক লক্ষ লক্ষ টাকা। সামনেই লোকসভা ভোট।আর তার আগে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে নাকা চেকিং আরও জোরদার শুরু করেছে পুলিশ প্রশাসন।


আর সেই চেকিং এ বারবার ধরা পড়ছে লক্ষ লক্ষ টাকা।কোলাঘাটে নাকা চেকিং চলাকালীন প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা।

 গত রাত্রিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শরৎ সেতুর সামনে ১৬ নম্বর জাতীয় সড়ক এর কোলকাতা ঝাড়খণ্ড গামী একটি প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা।

 


কোলাঘাট থানার ওসি সৌরভ চিন্না এর নেতৃত্বে নাকা চেকিং চলাকালীন ৬ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার হয়।এর পরে FST এর তত্বাবধানে জিঙ্গাসা শুরু করেছে পুলিশ।


পাঁচ জনকে জিঙ্গাসা বাদ করছে কোলাঘাট এর বিডিও অর্ঘ ঘোষ। জানা গিয়েছে,ঝাড়খণ্ড এর নামাঙ্কিত গাড়িতে করে পাঁচ জন যুবক ঝাড়খণ্ড এর দিকে যাচ্ছিল,আর সেই সময় আটক করে পুলিশ গাড়িটিকে।

তবে নির্বাচন এর প্রাক মূহুর্তে বারবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে এইভাবে কয়েক লক্ষ লক্ষ টাকা উদ্ধার ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

   


বিডিও শুরু করেছে তদন্ত এর কাজ। টাকাগুলো গোনার কাজ চলছে।তবে এই নির্বাচন এর আগে গোটা জেলাজুড়ে এই ধরনের বেআইনি পাচার রুখতে সচেষ্ট রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ