Header Ads Widget

ERTERTERT

জলে গাড়ি পড়ে মৃত দুই , আহত কয়েকজন।বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

 




  জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: আজ দুপুরে মর্মান্তিক গাড়ী জলে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। জানা গিয়েছে , পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর হাইস্কুল এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটেছে।


   জানা গিয়েছে , শ্রীরামপুর এলাকায় মৃত দুই ব্যক্তির বাড়ি।বাড়িতে অনুষ্ঠান  বাড়ি ছেড়ে কোনো জায়গা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মৃত বসুদেব মাজী। খাওয়া দাওয়া চলাকালীন মৃত ওই ব্যক্তির খোঁজ খবর করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির থেকে এই ঘটনা শুনে তড়িঘড়ি ওই পরিবারের লোকজন গিয়ে দেখতে পান একটি চারচাকা গাড়ি জলে পড়ে রয়েছে।


  পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় গাড়ি ভেঙে কোনোরকম এ দুজন কে উদ্ধার করা সম্ভব হয়েছে। মোটামুটিভাবে গাড়িতে পাঁচ থেকে ছয় জন ছিল বলে অনুমান করা হচ্ছে।


উল্লেখ্য মৃত দুই ব্যক্তির নাম বিদ্যুৎ শাসমল ,বয়স আনুমানিক ৪৫। তিনি পেশায় একজন গ্ৰামীন চিকিৎসক।বাড়ি ময়নার পরমানন্দপুর এলাকায়।

   অন্যদিকে আর এক মৃত ব্যক্তির নাম বাসুদেব মাজী,বয়স আনুমানিক ১৭,বাড়ি শ্রীরামপুর এলাকায়।


   তবে গাড়িতে থাকা সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে। দুজন হাসপাতালে ভর্তি ও আশঙ্কাজনক অবস্থায় দুজন কে তমলুক এ নিয়ে যাওয়া হয়েছে।তবে পরবর্তী তে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

  এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তমলুক থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ