Header Ads Widget

ERTERTERT

হলদিয়া দুর্গাচকে তাপ বিদ্যুৎ কারখানার ট্রান্সফর্মার বাস্টের আওয়াজ শুনে আতঙ্কিত এলাকাবাসী

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:হলদিয়া দুর্গাচকে  তাপ বিদ্যুৎ কারখানার ট্রান্সফর্মার বাস্টের আওয়াজ শুনে আতঙ্কিত এলাকাবাসী ।   উৎপাদনের একটা ইউনিট বন্ধ হয়ে গেল হলদিয়ায় তাপবিদ্যুৎ কারখানার  । হঠাৎই  তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের একটা ইউনিট স্তব্ধ হয়ে গেল । 



আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়া এনার্জি লিমিটেড কারখানায়। কারখানার ভেতরে একটি ট্রান্সফর্মার বাস্টের আওয়াজে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে । দাউ দাউ করে আগুনের শিখা ও ধোঁয়া দেখে রাস্তায় ভিড় জমায় এলাকাবাসী । 


কারখানার মধ্যে থাকা দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে আগুন নেভাতে সাহায্য করে । সূত্রের খবর জানা যায় , ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাবার জন্য কারখানার একটা ইউনিট  পুরোপুরি বন্ধ ।


 প্রসঙ্গত ,কারখানায় কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদনের ধোঁয়া অনর্গল বেরোতে থাকে ।আজকে ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাবার জন্য কারখানায় ধোঁয়ায় ভরে যায় । কার্যত শ্রমিকরাও চমকে যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ