জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :গত তিনদিন আগেই ষষ্ঠ দফায় রাজ্যের অনান্য সাতটি কেন্দ্রের পাশাপাশি তমলুক লোকসভা কেন্দ্র এ নির্বাচন হয়েছে।এই তমলুক লোকসভা কেন্দ্র এর মধ্যেই এই উত্তেজনা প্রবণ ময়না বিধানসভার বাকচা রয়েছে।
তবে নির্বাচন এর আগে থেকেই সবার মধ্যে বাকচা পঞ্চায়েত এলাকায় গন্ডগোল, বিবাদ , উত্তেজনা ছড়াতে পারে বলে অনুমান করেছিল সবাই, কিন্তু তা আর রাজ্যের মানুষ নির্বাচন এর দিন দেখতে পায়নি বললেই চলে।
মোটামুটিভাবে প্রায় নির্বাচন এর দিন শান্ত ছিল বাকচা এর পাশাপাশি ময়না বিধানসভা এলাকা। তবে এবার ভোট পরবর্তীতে উত্তপ্ত হয়ে উঠছে ময়নার বাকচা।
উল্লেখ্য লোকসভা ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল বাকচা। গতকাল বাকচার নিমতলা এলাকায় তৃনমূল কর্মীদের মারধর এর ঘটনায় তৃনমূল এর অভিযোগ বিজেপির দিকে।তবে তৃনমূল এর এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এই ঘটনার জন্য তৃনমূল বিজেপি নেতা উত্তম সিং কে দায়ি করেছেন।তবে এই প্রসঙ্গে উত্তম সিং জানিয়েছেন,এই ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত।তবে ওই ঘটনা ঘটার সময় ওই বিজেপি নেতা থানায় উপস্থিত থাকায় তার ওপরই দায় চাপিয়েছেন তৃনমূল নেতৃত্ব, এমনটাই দাবি বিজেপির।
বিজেপি নেতা জানিয়েছেন,এটা পারিবারিক ব্যক্তিগত ঘটনা।জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনার সূত্রপাত।এর সাথে রাজনীতি কোন ভাবে জড়িত নয়।
যে দুটি পরিবার এর মধ্যে এই ঘটনা,দুটি পরিবার দুই রাজনৈতিক দলের হওয়ায় এর মধ্যে রাজনৈতিক রং লাগিয়ে উস্কানি দিয়ে তৃনমূল ভোটের সময় এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। এর সাথে বিজেপি কোনোভাবেই জড়িত নয়।
তবে দুই আহত তৃনমূল কর্মী দাবি করেছেন, কোনো পারিবারিক ঘটনা নয় , উত্তম সিং এর দলবল তারই নির্দেশ এ আমরা বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাকচা সংলগ্ন নিমতলা এলাকায় আমাদের মারধর করে। আমাদের অপরাধ আমরা তৃনমূল কংগ্রেসের কর্মী।এই কারনেই পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর আক্রমন করা হয়েছে।
ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক জানিয়েছেন,বাকচা কে বিজেপি উত্তপ্ত করার চেষ্টা করছে। আমাদের কর্মীদের ওপর ইট,কাঠ , রড দিয়ে আক্রমন করেছে,তারা এখন ভর্তি রয়েছে হাসপাতালে।আমরা পুলিশের কাছে এই বিষয়ে আবেদন করেছি শাস্তির পাশাপাশি যাতে এলাকায় শান্তি বজায় থাকে ,সেই বিষয়ে ব্যবস্থা নিতে।
তবে এই বিবাদের জের এ আহত তৃনমূল কংগ্রেসের কর্মীরা ময়না হাসপাতালে ভর্তি রয়েছে।এই ঘটনা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে? ভোট পরবর্তী হিংসা বলেই দাবি করছে অনেকেই। তৃনমূল এর সমস্ত অভিযোগ কে উড়িয়ে দিয়েছেন বিজেপি।
0 মন্তব্যসমূহ