জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :গতকাল গভীর রাত্রে অভিযান চালিয়ে কোলাঘাটের পয়াগ গ্রামে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মসলা উদ্ধার করলো পুলিশ।
এদিন রাতে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার হওয়া আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়ি থেকে প্রায় ২ কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মসলা বাজেয়াপ্ত করে।
রীতিমতো দরজা ও চাবি ভেঙ্গে পুলিশ বারিদুটিতে ঢোকে পুলিশ,এবং এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ।
যদিও বাড়ি গুলিতে কেউ ছিলনা,কারণ বিস্ফোরণের দিন থেকেই সবাই বাড়িছাড়া রয়েছে,বিজেপির অভিযোগ প্রকৃত তদন্ত হোক,পুলিশ শাসকদলের অঙ্গুলি হেলনে কাজকরছে,এখন ধরপাকড় হবে ,গ্রেফতার হবে ,আবার কিছুদিন পরে ফের বাজি তৈরি হবে,শাসকদলের মদতেই এই অবৈধ বাজি নির্মাণ চলতো,এই বিপুল বাজি উদ্ধার প্রমাণ করে এই জায়গায় বাজি তৈরি ও মজুত হতো।
যদিও তৃণমূলের বক্তব্য বিজেপি ভাবে ওরা ক্ষমতায় এলে সর্গ করে দেবে,কিন্তু যা পরিবর্তন হওয়ার নয়,বাজি হাব তৈরি হবে কোলাঘাট এ,শব্দবাজির পরিবর্তে গ্রীন বাজি তৈরি হবে।
0 মন্তব্যসমূহ