নন্দীগ্রাম: গত ২২ শে মে রাতে নন্দীগ্রামের মনসা বাজার এলায় দুস্কৃতিদের হাতে মৃত্যু হয় রথিবালা আড়ি। সেই মৃত্যু ঘটনার এক সপ্তাহ পর মৃতের পরিবারের সাথে দেখা করলেন " আক্রান্ত আমরা" স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধিদল।রাজ্যের বিভিন্ন সময়ে আক্রন্ত মানুষদের সংগঠন।
এদিন অম্বিকেশ মহাপাত্র ও কবি মন্দাকান্ত সেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল মৃত রথিবালা আড়ির পরিবারের সাথে দেখা করেন।তাদের পাশে থাকা ও মামলার সহায্য করার আশ্বাসদেন। পাশা আহত মৃতের ছেলের সাথে যদি দেখা করতে চায় পরিবারের লোক তার ব্যবস্থা করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা।
অম্বিকেশ মহাপাত্র ও কবি মন্দাক্রান্তা সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন অরুনাভ গাঙ্গুলি, প্রমীলা রায় বিশ্বাস,অরুনিমা পাল,রঞ্জনা হাজরা ও অরীন মুখার্জি।।
0 মন্তব্যসমূহ