জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি নিউস: প্রত্যাশা মতোই মন্ত্রী পদ পেতে পারেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক তথা কাঁথি লোকসভা কেন্দ্রের পরাজিত তৃনমূল প্রার্থী উত্তম বারিকের।
উল্লেখ্য লোকসভা ভোটে পরাজিত হলেও কালীঘাট এর বৈঠকে উত্তম বারিক এর প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর ভাই এর কাছে তিনি পরাজিত হলেও লড়াই দিয়েছেন জোরদার।
জানা যাচ্ছে, পার্থ ভৌমিক সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় সেই পদ ফাঁকা হচ্ছে, এবং সেই জায়গাতেই উত্তম বারিক বসতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
সম্প্রতি তৃনমূল দফতর সূত্রে জানা গিয়েছে,২১ শে জুলাই এর পরেই নানা পদে রদবদল হতে চলেছে তৃনমূল শিবিরে।
কাঁথি লোকসভা আসনে তৃনমূল এর লড়াই খুব কঠিন ছিল বলে রাজনৈতিক মহল মনে করেছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেই আঁচ পেয়েছিলেন। কিন্তু উত্তম বারিক সেখানে এত লড়াই দিতে পারবেন তা আশা করেননি তৃণমূল শিবির।
লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী যে রিভিউ বৈঠকের আয়োজন করেছিলেন, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তম বারিকের প্রশংসা করে বলেছিলেন, পরাজিত হলেও তুমি বাঘের মতো লড়াই দিয়েছো।
তবে উত্তম বারিক কে এই মন্ত্রী পদ পান কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে লড়াকু উপযুক্ত ব্যক্তি মন্ত্রী পেতে চলেছে রাজনৈতিক মহলের ধারণা।
শুধু তাই নয়,২১ শে জুলাই এর পর নানা মন্ত্রীর কাজের রিপোর্ট অনুযায়ী পদ বদল করা হতে পারে। সেখানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে কোনো মন্ত্রীর পদ বাতিল হবে কিনা,সেই নিয়ে উঠছে প্রশ্ন ? ১০ জুলাই রাজ্য চার বিধানসভায় উপনির্বাচন সেই উপনির্বাচনের পরেই মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ উঠে আসতে পারে রাজ্যে মন্ত্রিসভায়। আবার পারফরম্যান্স এর বিচারে কিছু মন্ত্রীর দফতর বদল হতে পারে। এও জানা যাচ্ছে কয়েকজন মন্ত্রীকে মন্ত্রীর পদ থেকেও সরিয়ে দিতে পারে?সামনেই বিধানসভা ভোট সেই ভোট কে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃনমূলের রাজ্য নেতৃত্ব। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন ঘোরা ফেরা করছে কোন কোন মন্ত্রী পদ খোয়াতে পারেন। আবার নতুন নতুন কে কে মন্ত্রী হতে পারেন।
0 মন্তব্যসমূহ