Header Ads Widget

ERTERTERT

মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারীদের উচ্ছেদর বিরুদ্ধে পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির ডাকে বিক্ষোভ

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারীদের উচ্ছেদ করার বিরুদ্ধে আজ পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির ডাকে প্রায় সহস্রাধিক মানুষের গণ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয়। গত দুদিন আগে, পাঁশকুড়া পৌরসভার পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে মাইকিং করে ঘোষণা করা হয় সরকারি সেচ দপ্তরের জায়গায় বসবাসকারী সমস্ত মানুষকে 48 ঘণ্টার মধ্যে উঠে যেতে হবে। নাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই এই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।আজকে  আতঙ্কিত মানুষেরা পৌরসভার সামনে ক্ষোভে ফেটে পড়েন। পৌরসভার  ভাইস চেয়ারপারশন ডেপুটেশন গ্রহণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, এখনই কোন উচ্ছেদ হবে না। আমরা সার্ভে করবো, প্রকৃত গরিবদের চিহ্নিতকরণ করা হবে।। যদি কাউকে উচ্ছেদ করা হয়, তার আগে পুনর্বাসন দেওয়া হবে। এরপরই পাঁশকুড়া পৌরসভায় অবস্থান বিক্ষোভ সরিয়ে নেয় বিক্ষোভকারীরা।  ‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ