Header Ads Widget

ERTERTERT

ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য জ্যামিত্যা গ্রামের দয়ানন্দ,আনন্দে আত্মহারা পূর্ব মেদিনীপুরবাসীরা


 আবার বিশ্বসেরা হলো ভারতবর্ষ। টি-টোয়েন্টি ক্রিকেটবিশ্বকাপ জিতে 2007 এর পর আবারও ভারতজগতসভায় শ্রেষ্ঠ আসেন।


আর সেই সাথে বিশ্ব ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়লো পূর্ব মেদিনীপুরের জমিত্যা গ্রামের নাম।এই গ্রামের ছেলে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচিং সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গরানি জয় সেলিব্রেট করছে বিরাট রোহিতের সঙ্গে ।


দূরদর্শনের পর্দায় তা দেখে আবেগে মথিত জ্যামিত্যা সহ সমগ্র পূর্ব মেদিনীপুরের আপাাম মানুুষ। গর্ব অনুভব করছে তারা ঘরের ছেলে দয়ানন্দের জন্য।  আগের বিশ্বকাপ একটুর জন্য ছোঁয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বারে বিশ্বকাপ একেবারে হাতের মুঠোয়।


 প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য থাকে বিশ্বকাপ ছুঁয়ে দেখার।আজ সে স্বপ্ন সত্যি হলো।অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে দলের সকলের মতো কোচিং সাপোর্টিং দলেরও অবদান আছে এই জয়ের পেছনে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ