Header Ads Widget

ERTERTERT

চেন্নাই অ্যপেলো হাসপাতালের সুবিধা এখন কোলাঘাটে। অ্যাপলো ইনফর্মেশন শাখার উদ্বোধন হল কোলাঘাটে।

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, কোলাঘাট :চেন্নাই অ্যপেলো হাসপাতাল বর্তমানে জনপ্রিয় জায়গায় রয়েছে। অনান্য রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা থেকেও বহু মানুষ নানা চিকিৎসার জন্য চেন্নাই অ্যপেলো হাসপাতাল যান।তবে চিকিৎসা বা কোনো অপারেশন এর পর তার রিভিউ  বা চেকআপ করাতে  আবার চেন্নাই এর আপেলো হাসপতালে জেতে হতো কিন্তু এখন  চেন্নাই অ্যপেলো হাসপাতালে না গেলেও চলবে সেই সুবিধে এখন পাবেন কোলাঘাটে। এবং যারা নতুন ভাবে চেন্নাই এর এপোলোতে চিকিৎসা পরিসেবা নেওয়ার জন্য কী করতে হবে,সেই সমস্ত বিষয়ে সহায়তা করার জন্য কোলাঘাটে আজ তার শাখা অফিস এর শুভ সূচনা হল।

   জানা গিয়েছে, চেন্নাই অ্যপেলো হাসপাতাল এর দুইজন বিখ্যাত চিকিৎসক আজ এখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকদিন দিনই বিভিন্ন রোগের চিকিত্সক বসবেন নিয়মিত কোরে।উল্লেখ্য চেন্নাই অ্যপেলো হাসপাতাল এর যাওয়ার আগে কী কী করণীয়, কীভাবে এপরমেন্ট করাতে হবে , কোন দিন কোন ডাক্তারবাবু বসেন সহ সমস্ত বিষয়ে কোলাঘাট এর এই অফিস থেকে গাইড করা হবে ।


 শুধু তাই নয়, সরাসরি এখান থেকে এপরমেন্ট করিয়েও চেন্নাই অ্যপেলো তে ডাক্তার দেখানো যাবে বলে জানা গিয়েছে।চেন্নাই অ্যপেলো হাসপাতাল এর গ্ৰাসটোলজার ডিপার্টমেন্ট এর প্রধান সুদীপ্ত সাই জানিয়েছেন, পেটের যাবতীয় সমস্যার চিকিৎসা অ্যপেলো তে হয়ে থাকে। কোনো রোগী কোলাঘাট এর এই শাখায় এসে যাবতীয় গাইডলাইন শুনে সেখানে চিকিৎসার জন্য যেতে পারবেন। কীভাবে যেতে হবে সহ সমস্ত বিষয় এখানে থেকে জানিয়ে দেওয়া হবে।সেই সুবিধার্থে এখানে অ্যপেলো ক্লিনিক খোলা হয়েছে। শুধু তাই নয়,যদি অপারেশন এর প্রয়োজন হয় , যাবতীয় ব্যবস্থা রয়েছে।

নির্দিষ্ট সময় অনুযায়ী ডাক্তার এখানে আসবেন।যে সমস্ত গরিব মানুষেরা চিকিৎসা এর জন্য দূরে যেতে পারতেন না, তাদের সুবিধার্থে এই উদ্যোগ। এছাড়াও চিকিৎসা তে তাদের জন্য সুবিধা রাখা হয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়টি আরো ভালোভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ