জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : PHE জল প্রকল্পের দপ্তরে অবৈধ নিয়োগের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুর গ্রামে বিক্ষোভ দেখায় বিজেপি। PHE দপ্তরে অফিসে তালা মেরে এদিন ওই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
মূলত অভিযোগ অবৈধ ভাবে তৃণমূলের নেতা রঘুনাথ পণ্ডিত কে ওই প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। আরো অভিযোগ রঘুনাথ পণ্ডিত সরকারি ভাবে এক জায়গায় কাজ করার পরেও দুই জায়গায় কাজ করছে কি করে । তার পাশাপাশি বিজেপি নেতা কর্মীরা হলদিয়া মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি অনিয়মিতভাবে অবৈধ নিয়োগ হয়েছে তা বাতিল করতে হবে।
এর পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তুলিকা দাহ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর বিক্ষোভ অবরোধের জেরে রাজ্য সড়কে জানজটের সৃষ্টি হয়। তবে যার বিরদ্ধে অবৈধ ভাবে জলজীবন প্রকল্পের কাজ পাওয়ার অভিযোগ উঠেছে সেই রঘুনাথ পণ্ডিত বলেন পুরো পুরো সরকারি নিয়ম মেনে তার নিয়োগ হয়েছে।
আর দুই জায়গায় কাজ করে জে অভিযোগ বিজিপি জে করছে সেটা পুরোপুরি অসত্য। তিনি আগে জে রামচন্দ্রপুর হাই স্কুলে ভোকেশনাল এ কাজ করতেন সেই কাজে পদত্যাগ করেই জলজীবন প্রকল্পের কাজে সরকারি ভাবে যুক্ত হয়েছেন। বিজেপি শান্ত এলাকাকে অশান্ত করতে চাইছে।
0 মন্তব্যসমূহ