জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দক্ষিণ আনুখা বিদ্যাভবন এর এক সপ্তম শ্রেণীর ছাত্র এর মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। জানা গিয়েছে,মৃত ওই ছাত্রের নাম দ্বীপ শংকর করণ। উল্লেখ্য বলাইপন্ডা তমলুক রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, তড়িঘড়ি ওই ছাত্র কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।গত পরশুদিন ই স্কুল ছাত্রের মৃত্যু হয়।আর তা নিয়ে উত্তপ্ত গোটা এলাকা।
জানা গিয়েছে,মৃত ওই ছাত্রের বাড়ি আনুখা এলাকায়।এই মৃত্যুর খবর পৌঁছতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।তবে এই ঘটনার পর পুলিশ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল।আর এরপরেই তৎপর হয়ে ওঠে ময়না থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ এর তরফে মাইকিং করে প্রচার করা হয়, সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ও স্কুল ছুটির সময়েও কোনো ধরনের ভারী যানবাহন ওই রাস্তায় চলাচল করবে না, প্রয়োজন এ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু এই নির্দেশ কয়েকদিন পালন এর পর আজ এই রাস্তা তে বিদ্যালয় শুরুর সম সময় এর আগে থেকেই আগের মতোই অবাধে চলছে ভারী যানবাহন চলাচল। পুলিশ এর নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে আগের মতো যানবাহন চলাচল।আর তা নিয়ে ক্ষুব্ধ অভিভাবক থেকে সাধারণ মানুষজন।এর পাশাপাশি পুলিশ এর নির্দেশ ছিল, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো,আর তাতেও কিছু গাফিলতি দেখা গিয়েছে যানবাহন চালকদের মধ্যে।
এর পাশাপাশি আজ ওই ছাত্রের আত্মার শান্তি কামনায়, বিদ্যালয় এর তরফে ছাত্রছাত্রীদের নিয়ে মৌনমিছিল এর আয়োজন করা হয়।এর পাশাপাশি ওই ছাত্রের বাড়িতে গিয়ে বিদ্যালয় এর তরফে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষিকা রা। বিদ্যালয় এর প্রধান শিক্ষক জানিয়েছেন, গোটা পরিবার শোকস্তব্ধ। তাদের পরিবারের বড় সন্তান কে হারিয়ে গোটা পরিবার পাথরে পরিণত হয়েছে। বিদ্যালয় এর তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেইজন্য পুলিশ প্রশাসন কে আরো ভালোভাবে সতর্ক থাকতে বলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ