নন্দকুমার থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : গাড়িতে ফুল, রঙ্গিন বেলুন সাজিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে মহা আনন্দে নন্দকুমারের বাড়িতে নিয়ে এলো পরিবার।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নাইকুন্ডি এলাকায় ব্যবসায়ী এমন কান্ড ঘটালেন বাড়িতে দেদার খাওয়া দাওয়া আনন্দে আনন্দিত পরিবার ।
জানা গিয়েছে,এই ব্যবসায়ীর নাম তারিকুল আলম। তিনি জানিয়েছেন, তাদের পরিবারে কন্যা সন্তানের প্রয়োজন ছিল।তাই সৃষ্টি কর্তার আশীর্বাদে তাদের পরিবারে লক্ষী কন্যা সন্তান এর জন্ম হয়েছে,আর তাতেই নার্সিংহোম থেকে ফুল ও রঙ্গিন বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়িতে আনলেন এই পরিবারের লোকজন।
জানা গিয়েছে,গত শুক্রবার সন্ধ্যা নাগাদ এই কন্যা সন্তান এর জন্ম হয় তমলুকে একটি বেসরকারি নার্সিংহোমে ।আর তারপরেই আনন্দে মাতোয়ারা গোটা পরিবার সহ তার বাবা মা ।কন্যা সন্তান এর বাবা জানিয়েছেন, তার মেয়ের নাম রেখেছেন আনাম হাসিন।যার অর্থ ভগবান এর আশীর্বাদ।
বর্তমান সময়ে যেখানে কন্যা সন্তান কে আড়চোখে দেখা হয়, সমাজে অবহেলিত হতে হয়, সেখানে কন্যা সন্তানকে ঘিরে এমন উন্মাদনা ফলে সবাই খুশি।এমন বাবার এই উদ্যোগ কে সবাই স্বাগত জানিয়েছেন ।
তার বাবা জানিয়েছেন,আমরা আমাদের মতো করে আমাদের কন্যা সন্তানকে বড়ো করে তুলতে চান ও ভালোভাবে বড়ো হয়ে , মানুষের মতো মানুষ হোক,এই আশা করছি।
তবে উল্লেখযোগ্য বিষয়, বেলুন ও ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়ির সামনে পদার্পন করেছে মা ও কন্যা সন্তান।আর বাড়িতে চলছে নানা পদের আয়োজন ও নানা অনুষ্ঠান।জানা গিয়েছে,ওই ব্যবসায়ী এর এর আগে একটি পুত্র সন্তান রয়েছে।আর তারপর দ্বিতীয় কন্যা সন্তান হওয়ায় আরো খুশি গোটা পরিবার জুড়ে।
0 মন্তব্যসমূহ