জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :আজ সকালে কোলাঘাটে বিধহাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় ৩০০ কিলো বেশি গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে তারকেশ্বর যাওয়ার জন্য একটি পণ্য বোঝাই গাড়িতে চেকিং করে কোলাঘাট থানার পুলিশ সেখানেই দেখে বিপুল পরিমাণের গাঁজা।
গাড়িসহ ডাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বীট হাউস থানাতে। ইতিমধ্যেই ড্রাইভারকে আটক করেছে কোলাঘাট হাউস থানার পুলিশ।
গাঁজা পাচার করার সময় গাড়ি চালক মিলন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৩০০ কিলো গাঁজা উদ্ধার হয়েছে। ধৃত মিলন মন্ডলের বাড়ি ময়না।
দেউলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। গাঁজা উদ্ধার ঘটনায় জানালেন তমলুকের SDPO
0 মন্তব্যসমূহ