তিন বন্ধু মোটরসাইকেলের রাতের ভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ভোর পাঁচটা নাগাদ কোলাঘাটের বড়দাবাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে ।
কোলাঘাটের বৈষ্ণবচক এলাকার ওই তিন বন্ধু, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের! আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে সেখানেই তার মৃত্যু হয়!মৃত যুবকদের নাম আকাশ পালোয় বয়স ১৭, সায়ন ভোক্তা ১৮, এবং অতনু মন্ডল ২২!
কোলাঘাট থানার পুলিশ মৃত যুবকদের ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে!
0 মন্তব্যসমূহ