Header Ads Widget

ERTERTERT

শহীদের পরিচয়ে আমরা পরিচিত, গর্বিত আমরা- শুভেন্দু

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,তমলুক: বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস মর্যাদার সাথে পালিত হলো দেশজুড়ে।দিনটিকে সামনে রেখে বিভিন্ন প্রান্তের সাথে মেচেদা কালচারাল এসোশিয়েশনের আয়োজনে শ্রদ্ধাঞ্জাপন ও রক্তদান কর্মসূচি।


 এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রদ্ধাঞ্জাপনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতে স্বাধীনতা আনতে ক্ষুদিরাম বসু, মা মাতঙ্গিনী হাজরা, শতীস সামন্ত,সুশীল ধাড়াদের মতো মানুষের অবদান ভোলার নয়। তাদের পরিচয়ে আমরা পরিচিত। দিল্লিতে গেলে আমাদের বলে কোথার লোক, আমরা বলি ক্ষুদিরামের দেশের লোক, বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজার দেশের লোক। এঁদের আমাদের ভুললে চলবে না। এঁদের আদর্শ ও কার্যপ্রদ্ধতি ছড়িয়ে দিতে হবে।


এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব গুছাইত সহ অন্যান্যরা।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ