Header Ads Widget

ERTERTERT

বিভিন্ন হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা,তমলুকে মেডিকেল কলেজের মানবিক চিত্র,বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন ডাক্তাররা


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:আর জি করের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথ কে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে  সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। 


রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি,কাকদ্বীপ ,বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা।প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা।


কিন্তু তমলুকে ধরা পড়লো অন্য চিত্র।প্রতিবাদে সোচ্চার হলেও জামায় কালো ব্যাজ পরে রোগী দেখছেন ডাক্তার রা। তমলুক মেডিকেল কলেজের ডাক্তাররা বলেন তারা বুকে কালো ব্যাজ করে রোগী দেখছেন, যাতে রোগীর পরিবার সমস্যায় না পড়ে। রোগী থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষদের তারা যেন তাদের পাশে পান। 


ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আর জি কর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের। সেই প্রসঙ্গে বলেন আমরা এই ধরনের খবর অনেক আগেই পেয়েছি। এবং সেই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবী জানান তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ