রামনগরে কালরুদ্র মন্দির বহু প্রাচীন মন্দির। শতবর্ষ পেরিয়ে এই মন্দির বহু মানুষের কাছে আজও জাগ্রত। ভারতের স্বাধীনতার আগে থেকেই এই কাল রুদ্র মহাদেব এর পুজো হয়ে আসছে নিয়ম রীতি মেনে। এই মন্দিরে বহুদূরান্ত থেকে মানুষেরা পুজো নিয়ে আসেন।
কালরুদ্র মহাদেব মন্দির দীর্ঘদিন ধরে ভগ্ন প্রায় অবস্থায় ছিল। পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়।আজ এক মহতি অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মীয়মান মন্দির এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার।কালরুদ্র মূর্তিটি শিবের ভৈরব মূর্তি। কালরুদ্র ভৈরব নাম অনুসারে নামকরণ হয় রুদ্রদেব মন্দির। আবার কালরুদ্র নাম অনুসারে এই রুদ্রদেব মন্দির এবং রুদ্র সিংহ নাম অনুসারেও রুদ্রদেব বলা হত।
রামনগর বিধানসভার অন্তর্গত, রামনগর ২ নং ব্লকের, পালধুই গ্রামপঞ্চায়েতে, ভেড়িবারাঙ্গা কালরুদ্র মহাদেব মন্দির কমিটির আমন্ত্রনে মন্দির পুনর্নির্মাণ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার। এই মন্দিরে প্রতি সোমবার ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই মন্দির নিয়ে বিশেষ বার্তা দেন মন্দির কমিটির বিশিষ্ট জনেরা।
উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি আদিত্য মঙ্গল, সম্পাদক মাখনলাল গিরি সহ ক্লাব এর পক্ষে সুবোধচন্দ্র গিরি, রঞ্জন পণ্ডা, সহ সকল কর্মকর্তা ও গ্রামবাসীগণ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ