জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, তমলুক : কসবা "ল" কলেজে তৃনমূল ছাত্র পরিষদের ইউনিয়ন সদস্যদের দ্বারা এক প্রথম বর্ষের ছাত্রী কে যৌন নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য তোলপাড়।
আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এর তমলুক বিজেপির পক্ষ থেকে কাকটিয়া বাজারে প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়।মূলত ব্লক বিজেপির বিরোধী দলনেতা বামদেব গুছাইত এর নেতৃত্বে এই মহা মিছিল ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কুশপুত্তলিকা দাহ করা হয়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এ সামিল হয় বিজেপি কর্মীরা। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগ, দোষীদের কঠোর শাস্তি,আর জি কর এর দোষীদের এখন ও কেন শাস্তি দেওয়া হল না? সেই অপরাধ কে কেন ঢেকে দেওয়া হচ্ছে? ছিঃ ছিঃ মমতা ছিঃ স্লোগান সহ একাধিক বিষয় নিয়ে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ মিছিল এ যোগ দেয় বিজেপি কর্মীরা।
বিজেপি নেতা বামদেব গুছাইত জানান,, যেভাবে এই দুর্নীতি বাজ, চোর সরকার এর নেতৃত্ব দিনের পর দিন আর জি কর থেকে কসবা পর্যন্ত নানা ধরনের অসামাজিক কাজ সহ যাবতীয় দুর্নীতি তে আবদ্ধ,আর সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগ, কুশপুত্তলিকা দাহ সহ নানা বিষয় নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে সামিল হয়ে সারা রাজ্যের অনান্য ব্লক এর পাশাপাশি তমলুক ব্লক বিজেপির তরফেও সামিল হয়েছি । যতদিন না পর্যন্ত এই অপরাধ এর সাজা ঘোষণা হবে , ততদিন এই প্রতিবাদ মিছিল রাজ্যের নানা প্রান্তে প্রান্তে জারি থাকবে।
0 মন্তব্যসমূহ