Header Ads Widget

ERTERTERT

পাঁশকুড়া কংসাবতীনদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে,, সতর্ক সজাগ প্রশাসন।

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,পাঁশকুড়া: নিন্নচাপ অতি বৃষ্টির জেরে রাজ্যে একাধিক নদীতে জল বাড়ছে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ময়না সহ কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল।। নদী তিরবর্তি গ্রাম গুলির মানুষজনদের মধ্যে আতঙ্ক বাড়ছে।। ৮ জুলাই রাত্রিতে পূর্ব মেদিনীপু জেলার সভাধিপতি উত্তম বারিক ,পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায়, পাঁশকুড়া পৌরসভার পৌরপিতা নন্দ  কুমার মিশ্র ,প্রাক্তন কাউন্সিলার সেক সমিরুদ্দিন সমাজসেবী  পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সমাজসেবী অমিত রাউত সহ সেচ দফতরের অধিকারীর দের সঙ্গে বৈঠক করেন আর কংসাবতী নদীর তিরবর্তী এলাকা পরিদর্শন করেন। গত কয়েকদিন আগে জলের তোড়ে ভেঙে যায়  পাঁশকুড়ার  ডোমঘাটের  বাঁশের সেতু।। সেই এলাকায় নৌকার মাধ্যমে পারাপার এর কাজ চলছিল।।নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় নিরাপত্তার জন্য  নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে প্রশাসনিক দিক থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক।

 মূলত কয়েকদিন এর নিম্নচাপ এর‌ লাগাতার বৃষ্টি, সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে জেলার নানা প্রান্তে নদীগুলোতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে,বিপদসীমায় রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদী।আজ সকাল থেকেই অনান্য দিন এর মতো দ্রুততার সঙ্গে চলছে মাটির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ এর‌ কাজ।ইতোমধ্যে গত রাত থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি উত্তম বারিক  ও জেলা ব্লক নেতৃত্বে লাইট গাড়ি ব্যবহার করে চলছে বাঁধ পাহারার কাজ। সচেষ্ট রয়েছে প্রশাসন।তবে জলের স্রোত বেশি থাকায় ভয় বৃদ্ধি পাচ্ছে।

  প্রতি মূহুর্তে সেচ দপ্তর এর‌ পক্ষ থেকে টহলদারি ব্যবস্থা করা হয়েছে। সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন এর আধিকারিকরা।এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় বলেন, আতঙ্কিত হবেন না, পরিস্থিতির ওপর নজর রাখুন,যাতে কোনো‌ ধরনের বিপদ না ঘটে সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসন এর তরফ থেকে করা হচ্ছে দ্রুততার সঙ্গে।

পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র জানান, সচেষ্ট রয়েছে প্রশাসন।আমরা পৌরসভা, ব্লক নেতৃত্ব,জেলা নেতৃত্ব ও সেচ দপ্তর এর টহলদারি প্রতি মূহুর্তে চালানো হচ্ছে,কোনো ধরনের বিপদ যাতে না ঘটে,তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আগে থেকেই করার বন্দোবস্ত রয়েছে।নদী তীরবর্তী এলাকায় পঞ্চায়েত এলাকায় কন্ট্রোল রুম চালু করে প্রতি মূহুর্তের নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে।

   সব মিলিয়ে পূর্ব তম বন্যা পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় , সেদিকে নজর রেখে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এর‌ কাজ চলছে । কিছু ভেঙে যাওয়া ছোট সেতু গুলোকেও মেরামত করা হয়েছে প্রশাসন এর পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ