Header Ads Widget

ERTERTERT

পাঁশকুড়া চিপস কাণ্ডে অভিযোগ তুলে নেওয়ার হুমকি মৃত ছাত্রের মাকে।

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,পাঁশকুড়া: ১ লা জুলাই সকাল দশটা নাগাদ, তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামী, পাঁশকুড়া চিপস কাণ্ডে অভিযোগে গ্রেফতার হওয়া সিভিকের কেস তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নাবালকের মা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। 

এমনকি অভিযুক্ত জানায় তার ছেলের মত মেয়ের অবস্থা করে দেবে, আমাকে ও আমার মেয়েকে ধর্ষণ করে মেরে দেবে, এবং আরজি করার মতো অবস্থা করে দেবে, এই ঘটনার পর আতঙ্কিত হয়ে ২ জুলাই অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া থানায় গিয়েপুলক গোস্বামী সহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুমিত্রা দাস,। পাঁশকুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ