জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার তালপাটি কোস্টাল থানার অন্তর্গত হিজলি বেড়াতে আসা পর্যটক রা চার চাকা গাড়ি নিয়ে বেড়াতে এসে সমূদ্ররের চরে গাড়ি নিয়ে নেবে পড়ে।
হটাৎ সমুদ্রের জোয়ারে এসে যাওয়ায় গাড়িটি ডুবতে থাকে।। গাড়ি থেকে পর্যটক রা নেবে রক্ষা পান। এলাকায় সমুদ্রের চরে আটকে পড়ে একটি গাড়ি আর তখনই ঠিক জোয়ার আসার ফলে সমস্যা তৈরি হয়।পরবর্তীকালে পুলিশের সহায়তায় ট্রাক্টার দিয়ে টেনে তোলা হয় ওই গাড়িটি।।। এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে।
0 মন্তব্যসমূহ