Header Ads Widget

ERTERTERT

জে বি লাইভ নিউজের উদ্যোগে সম্পন্ন হল দ্বিতীয় বর্ষের রক্তদান কর্মসূচি

 

রক্তদান জীবনদান।রক্ত কোনো কল কারখানায় তৈরী হয়না। একজনের রক্ত, অন্যজনের জীবন বাঁচে।এই মূল মন্ত্র কে সামনে রেখে আজ ১০ ই আগস্ট,২০২৫ রবিবার মেছেদার *পথসাথী গেস্ট হাউসে* সম্পন্ন হল দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির।

কয়েকদি নের বিশ্রী আবহাওয়া কাটিয়ে রোদ ঝলমলে পরিবেশে আন্দোজ্জ্বল পরিবেশে উলুবেড়িয়া ব্লাড ব্যাংক এর অভিঙ্গ ডাক্তার বাবুদের সহায়তায় সম্পন্ন হল মহতী রক্তদান শিবির কর্মসূচি।

কয়েকমাসের লাগাতার প্রচার, প্রচেষ্টা সব মিলিয়ে আজ সার্থক রক্তদান শিবির।আজ প্রায় ৫৬ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করেন। রক্তদাতা দের মধ্যে উৎসাহ ছিল অপরিসীম।

আজকের এই মহতী রক্তদান শিবির এ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক সভাপতি অসিত ব্যানার্জি, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মামনি জানা, ময়না রাজবাড়ী সদস্য শিধার্থ বাহুবলিন্দ্র,কোলা ইউনিয়ন হাইস্কুল এর প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচাৰ্য, সমাজসেবী সিরাজ খান , সমাজসেবী আলম জিলানি সাংবাদিক সুজিত ভৌমিক সাংবাদিক আরিফ ইকবাল খান সহ বহু বিশিষ্ট মানুষেরা।

এদিন রক্তদাতা দের উপহার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত সকল অতিথিরা জে বি লাইভ নিউজ এর ভূয়সী প্রশংসা করেন, এবং এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানান।জে বি লাইভ নিউজ ও অঙ্গীকার বদ্ধ করেন,এই ধরনের উদ্যোগ তারা বছরের পর বছর চালিয়ে যাবেন।

তবে শুধু যে জে বি লাইভ নিউজ,এই রক্তদান শিবির এ সীমাবদ্ধ তা নয় ,এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বন্যা, অসহায় মানুষ , দুঃস্থদের সহায়তা করা সবসময় অঙ্গীকার বদ্ধ থাকে এই জে বি লাইভ নিউজ।আজ রক্তদান শিবির তার‌ই এক অনন্য দৃষ্টান্ত। জে বি লাইভ নিউজ এর কর্নধার সাংবাদিক জাহাঙ্গীর বাদশা এই রক্তদান শিবির কে সাফল্য করে তোলার জন্য বিভিন্ন স্তরের মানুষ জন কে শুভেচ্ছা জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ