Header Ads Widget

ERTERTERT

দীঘা বিচ ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন।দীঘায় বর্ষবরনের রাতে চমক!অলিম্পিকের ধাঁচে আতশবাজি প্রদর্শন

 *দীঘা বিচ ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন।দীঘায় বর্ষবরনের রাতে  চমক!অলিম্পিকের ধাঁচে আতশবাজি প্রদর্শন!*


বাঙালি দিপুদার দীঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উড়ছে নতুন রূপে নতুন সাজে। বর্ষবরণ কে সামনে রেখে দিঘা ফেস্টিভ্যাল এর আয়োজন। দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে সেজে উঠছে নিউ দীঘা ওল্ড দিঘা ও শংকরপুর।২৫ ডিসেম্বর থেকে দিঘার বিভিন্ন প্রান্তে প্রায় ১০ জন সান্তাক্লজ ঝুলিতে করে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে পর্যটক দের বিতরণ করবেন। দিঘার জগন্নাথ মন্দিরকে কেও আলোক মালায় সাজিয়ে তোলা হবে।



নতুন দিঘা ও পুরানো দিঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, এবার প্রথম বিদেশের মত দিঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। দীঘা শংকরপুর হোটেলইয়ারস্  এসোসিয়েশন  ও দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করতে চলেছে।জানা গিয়েছে, দুটি জলযান  নতুন ও পুরনো দিঘার সমুদ্রে থাকবে।সেই জলযানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শন এর সুবিধা। সম্পূর্ণ দূষণ হীন গ্রীন ক্যাকার ব্যবহার করা হবে। ৩১ডিসেম্বর রাত ১২টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী শুরু হবে। সমুদ্রপাড়েও চলবে আতসবাজির খেলা। বর্ষবরণের রাতকে স্মরনীয় করে রাখতেই এমন উদ্যোগ উন্নয়ন পর্ষদের দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্সদের দায়িত্বে থাকা পূর্ণেন্দু মাজি জানান এবারে দিঘাকে পার্কস্ট্রিট এর মতো করে সাজিয়ে তোলা হবে। দীঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুশান্ত পাত্র বিশেষ বার্তা দেন।




দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নামিদামি শিল্পীরা আসছেন তার সাথে সাথে থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। 

আগত পর্যটকদের কাছে বর্ষবরণ হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। দীঘায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। দীঘায় একদিকে যেমন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে তার সাথে সাথে দীঘা নব রূপের সাজিয়ে তোলা হচ্ছে নববর্ষ ও বড়দিনের প্রাক্কালে।


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি লাইভ নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ