"সুপার ব্লু মুন " নামটি হয়তো সবার কাছে পরিচিত নয় । হবেই বা কী করে ,যার দেখা মেলে এক দশক পর পর , সত্যিই এক বিরল ঘটনা। আগামী ৩০ শে আগস্ট এটি দেখা যাবে ,তবে বিশ্বের অনেক প্রান্ত থেকে ৩১ শে আগস্ট ও দেখা মিলবে ।তবে এই সুপার ব্লু মুন বলতে বোঝায় , চাঁদ কে খুব কাছ থেকে পৃথিবীর মানুষেরা দেখতে পাবে খুব উজ্জ্বল ভাবে । সহজে পাওয়া জিনিসের গুরুত্ব যেমন থাকে না , ঠিক তেমনি যে জিনিস বা ঘটনা বারবার ঘটে যা নিয়ে মানুষের উন্মাদনা ও থাকে না , কিন্তু বহু সময় বাদে কোনো ঘটনা ঘটলে তা নিয়ে মানুষের কৌতূহল ও আগ্রহ এর শেষ থাকে না ,
ঠিক তেমনই এই "সুপার ব্লু মুন " , যা দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী । নাসার রিপোর্ট অনুযায়ী ,এটির আবার দেখা মিলবে ২০৩৭ সালে । নাসার সূত্রে খবর ,৩০-৩১ আগস্ট এটি দেখার প্রকৃত সময় নির্ভর করবে সূর্যাস্ত ও চন্দ্রদয় এর সময়ের ওপর । তবে খালি চোখে অনান্য সময়ের চাঁদের থেকে প্রায় ১৪ % কাছ থেকে চাঁদ কে দেখা যাবে বলে নাসা সূত্রে খবর,
কারণ চাঁদ ওই তার কক্ষপথে পৃথিবীর সবথেকে কাছে থাকবে । এই বিরল মহাজাগতিক ঘটনা দেখার অপেক্ষায় সারা বিশ্ববাসী ।
0 মন্তব্যসমূহ