দিন দিন রাস্তার অবস্থা বেহাল হচ্ছে,এমনই অভিযোগে একত্রিত হয়ে অভিনব প্রতিবাদ দেখালো গ্রামবাসীরা।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বাড়াগড় গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার হাল এতটাই খারাপ যে পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে চায় না। টোটো চলাচল করতে পারে না সেই রাস্তায়। বেহাল রাস্তার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। বার বার প্রশাসনের সব জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। রবিবার সকাল থেকেই বাড়াগড় সমবায় সমিতি যাওয়ার এই প্রধান রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এবং ওই বেহাল রাস্তায় ধানের চারা রুইলেন গ্রামবাসীরা।
তাঁদের আরও অভিযোগ গ্রামের ভেতরে একটি গ্যাস গোডাউন রয়েছে,ফলে প্রতিনিয়ত চার চাকা, ছয় চাকা সহ ভারী মালবাহী গাড়ি ওই রাস্তার ওপর চলাচলের ফলে রাস্তা অবস্থা আরও বেহাল দশায় পরিণত হয়েছে।এ বিষয়ে গ্রামবাসীরা একাধিক বার গ্যাস গোডাউন কর্তৃপক্ষকে রাস্তার বেহাল পরিস্হিতির কথা জানিয়ে স্থায়ী পিচ বা রাস্তা চলাচলের উপযোগী করার দাবী জানানো হলেও ,তাদের তরফে কোনও রকম আশ্বাস মেলেনি।ফলে বাধ্য হয়ে এদিন সকাল থেকেই রাস্তা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
তাঁদের সাফ দাবি, গ্যাস গোডাউন কর্তৃপক্ষের তরফে স্থায়ী রাস্তা নির্মাণ করার সহযোগিতা না করা অবধি ভারী যানবাহন গুলি তাঁরা ওই রাস্তায় প্রবেশ করতে দেবেন না।
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন ডেবরা থানার পুলিশ আধিকারিকেরা।তারা গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে,কয়েক ঘণ্টা বিক্ষোভের পর অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। যদি রাস্তার বিষয়ে প্রশাসন এবং গ্যাস গোডাউন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী দিনে প্রতিবাদের ঝাঁঝ আরোও বাড়ানো হবে বলেও হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
0 মন্তব্যসমূহ