Header Ads Widget

ERTERTERT

মানসিক যন্ত্রনা থেকে মুক্তি। তৃনমূল আর করবো না। অবিলম্বে রাজ্যে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত বললেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সাংসদ এর গলায় অস্পষ্ট সুর

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃসামনেই লোকসভা নির্বাচন।কে কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা নিয়ে এখন সর্বত্র আলোচনা।তবে মূল আলোচনায় এখন পূর্ব মেদিনীপুর এর দুই লোকসভা আসন ‌।

উল্লেখ্য বিধানসভা নির্বাচন এর আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও তার ভাই দিব্যেন্দু অধিকারী ও বাবা শিশির অধিকারী তৃনমূল এর সাংসদ হিসেবে রয়ে যান। 

   দুজনে দল না ছাড়লেও তৃনমূল এর কোনো সমাবেশ এ কাউকেই আর দেখা যায়নি বা আমন্ত্রণ ও পাননি, কিন্তু খাতা কলমে তারা তৃনমূল এর ই সাংসদ।

   


আজ লোকসভায় সাংসদ দিব্যেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন।তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি রাজনীতি তে থাকবেন কিনা তা তিনি স্পষ্ট করেননি।তবে তিনি যে আর তৃণমূল থেকে প্রার্থী হচ্ছেন না,তা তিনি স্পষ্ট করেন। তিনি জানান, তৃনমূল মাথাব্যথার। এখানে থাকার প্রশ্নই ওঠে না।তবে বিজেপি তে তিনি যোগদান করবেন কিনা,বা প্রার্থী হবেন কিনা তা তিনি জানাতে নারাজ।

    এদিন সাংসদ এর গলায় এক ক্ষোভ এর সুর । তিনি আইনশৃঙ্খলা নিয়ে তৃনমূল সরকারের তিব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের রাজ্য যেভাবে চলছে আর বেশিক্ষন তা স্থায়ী হবে না।এই ব্যপারে কেন্দ্রীয় সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

   তিনি এক প্রসঙ্গ এনে বলেন, কোলাঘাট,নিমতোড়ি ও মহিষাদল এ দিব্যঙগ দের বিতরণ এর জন্য বহু সামগ্রী এসে পড়ে রয়েছে, মন্ত্রীর নির্দেশ থাকলেও জেলা প্রশাসন সেই জিনিস বিতরণের সময় সাংসদ কে আমন্ত্রণ জানানো যাবে না বলে জানিয়েছেন।

    দুঃখের সুরে সাংসদ জানান,আমার বাবা মা বয়স্ক। বাড়িতে রয়েছেন।আমার স্ত্রী সন্তান রয়েছেন।আমার বাড়ি কিছুটা দূর থেকে তৃনমূল সভা করে সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন।এই দলের এই নীতির বিরুদ্ধে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

    রামপূজোর কোনো অনুষ্ঠানে যাওয়ার অপরাধ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ও সন্দেশ খালি এর ঘটনা প্রসঙ্গ এ তিনি তৃনমূল কংগ্রেসের নিন্দা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ