জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ নম্বর ব্লকের দেয়াল পঞ্চায়েতে পথশ্রী -৩ এর রাস্তা উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি,সঙ্গে উপস্থিত আর দেপাল অঞ্চল প্রাক্তন প্রধান তৎসহ রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, উপস্থিত ছিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মহাপাত্র, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুস্মিতা স্বর পাত্র, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
দেপাল অঞ্চলে পথশ্রী -৩ তে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মোট রাস্তা মিলিয়ে 28 টি নতুন রাস্তা প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ঢালাই রাস্তার শুভ সূচনা হলো। আজ পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি পাশে চন্ডী মন্দিরে পুজো দিয়ে ফিতা কাটার মাধ্যমে ঢালাই রাস্তার শুভ সূচনা করেন এবং ঢালাই রাস্তার কাজে নিজেও হাত মেলালেন।
কারামন্ত্রী অখিল গিরি বলেন একটি অঞ্চলে ২৬ টি রাস্তা সরাসরি মুখ্যমন্ত্রী কে বলো যে কর্মসূচি আছে সে কর্মসূচিতে কিছু মানুষ পঞ্চায়েতের মাধ্যমে জানিয়েছিলেন। আজকে 140 মিটার রাস্তার কাজ শুরু হল পর্যায় ক্রমে রাস্তার কাজ শুরু হবে এই রাস্তা উদ্বোধনের কাজে আমি উপস্থিত হয়েছিলাম।
প্রাক্তন প্রধান তৎসহ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন আমরা বুথে বুথে মিটিং করে বলেছিলাম দিদিকে বল কর্মসূচিতে আপনাদের যেটা সমস্যা সেটা জানাতে সাধারণ মানুষ রাস্তার সহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিল। ওই রাস্তাগুলো পথশ্রী -৩ মাধ্যমে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ