Header Ads Widget

ERTERTERT

রূপনারায়ণ নদীতে নৌকাডুবি নিখোঁজ ৫


 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার মাঝ নদী রূপনারায়ণ নদীতে নৌকাডুবি।নৌকায় করে পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়া হাটের ত্রিবেনী পার্কে পিকনিক করে ফেরার পথে মাঝ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে গেল দুই শিশুসহ ৬ জন।

 দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনারায়ন নদীতে। জানা গেছে এদিন হাওড়ার শিবপুর থেকে কয়েকজন পিকনিকের জন্য বাকসীতে আসে। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের আত্মীয়রা। পরে একটি নৌকা করে তারা নদী পেরিয়ে ত্রিবেনী পার্কে পিকনিক করতে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন পিকনিকের শেষে নৌকায় চেপে ১৯ জন নৌকা করে বাকসী ফিরছিল। মাঝ নদীতে আচমকা নৌকাটি উল্টে যায়। 

তৎক্ষণাৎ অন্য একটি নৌকার মাঝি নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক জনকে উদ্ধার করতে পারলেও ৬ জন তলিয়ে যায়। একজনের দেহ উদ্ধার হলেও বাকি পাঁচজন এখনো নিখোঁজ । 

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীক রাতে এসে ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সাথী ভাঙালিয়া , আমতা বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্য আধিকারিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ